কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে স্থানীয়দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে মোল্লারহাট বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙনের শিকার কৃষক হাকিমুদ্দিন ফকির, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, ৪নং ইউপি সদস্য শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য জলিল মণ্ডল, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আরিফ মণ্ডল, ডা. আমজাদ আলী, ব্যবসায়ী আব্দুল আজিজ ও আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা জানান, গত দুই বছরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বালাডোবা, রসুলপুর, সরকার পাড়া, উত্তর বালাডোবা, মশালের চর, ব্যাপারীপাড়াসহ একাধিক গ্রামে অন্তত এক হাজার বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে বিলীন হয়েছে প্রায় তিন শতাধিক একর আবাদি জমি ও একাধিক গ্রামীণ সড়ক।
ভাঙনের ঝুঁকিতে রয়েছে রসুলপুর মারকাজ জামে মসজিদ, আলহাজ্ব রোস্তম আলী নূরানি হাফেজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুদির কুটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন ও মোল্লারহাট বাজার সংলগ্ন কড্ডার মোড়। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হলে পুরো ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin