সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে রিমা বেগম (১৭) নামের এসএসসি পরীক্ষার্থী। সে চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আলী আকবরের মেয়ে। গত ৯ মে থেকে সে নিখোঁজ রয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়। সকালে স্যারের সাথে ছাতক শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি
করে তার সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর ভাই আলী ইমরান শনিবার ১০ মে ছাতক থানায় একটি জিডি ( নং ৪৯৩) করেছেন। যদি কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।