সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চুরির মামলায় ৩ জন এবং সিআর সাজাপ্রাপ্ত মামলায় ১ জন আসামী সহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ছাতক থানার সিএনজি চুরির মামলা নং-১৪ (০৫)২৫ এর এজাহার নামীয় আসামী ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের সোনাহর আলীর পুত্র বেলায়েত হোসেন রনি (৩০), মৃতঃ ওয়াছির মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (২৫) ও মৃতঃ আব্দুল আউয়ালের পুত্র জসিম উদ্দিন (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত (নং-২৯৬/২০) এর আসামী শহরের তাতিকোনা গ্রামের মকবুল আলীর পুত্র মোশাহিদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মেসার্স মোশাররফ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে ছাতক থানার এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এস আই বিন আমিন, এএসআই তোলা মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার
করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।