সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে থানা পুলিশের এক অভিযানে বিবিধ-৪/২৫ (ছাতক) বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী জিলু মিয়া, পিতা-মৃতঃ আছদ আলী, ফটিক মিয়া, পিতা-মৃত আছিদ আলী, সায়েদ মিয়া, পিতা-মৃতঃ আছিদ আলী, তোতা মিয়া, পিতা-মৃতঃ আছিদ আলী, সাং-গাগলাজুর, এবং সিআর-৪০৪/২৪ (ছাতক) মামলার ১ আসামী তৈয়ব আলী মনাফ, পিতা-মৃতঃ কাশেম আলী সাং-জয়নগর এই ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। থানার এসআই রেজাউল করিম, এএসআই তাইজ উদ্দিন, এএসআই মোঃ তোহা, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তদের গ্রেফতার করা হয়। ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।