সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে ঢাকায় দলীয় কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে লাঙ্গলের সম্ভাব্য প্রার্থী এড. নাজমুল হুদা(হিমেল)”র নেতৃত্বে জেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে দলের চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের সাথে জাতীয়পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে এড. নাজমুল হুদা(হিমেল) এই সাক্ষাত করেন।
ঐ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক গোলাম হোসে অভি, জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক শাহ্ আলম (তুলিপ), জেলা জাতীয় পার্টির সদস্য জহুর মিয়া, এমদাদুল হক দিলরব, নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, ওমর ফারুক, মাসুদ রানা, আনোয়ার হোসেন, আনিসুল হক, এস.এ সালাউদ্দিন, জাপা নেতা আমির হোসেন প্রমুখ।
দলের চেয়ারম্যান গোমাল মোহাম্মদ কাদের বলেন,দলকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। দলের র্দূদিনে যারা রাজপথে থেকে বিভিন্ন সময় জনগনের বিভিন্ন দাবী ধাওয়া নিয়ে ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছেন দল তাদের নিশ্চয়ই মূল্যায়ন করবে। তিনি আরো বলেন,একটি দলের মূল ভিত্তি হচ্ছে তৃণমূলের অর্থাৎ গ্রাম পর্যায়ের নেতাকর্মী ও সাধারন জনগন। তৎকালীন জাতীয়পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর-মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব উদীয়মান তরুণ সংগঠক এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলকে জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মীদের সংগঠিত করার আহবান জানান।