শিরোনাম
হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়? গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

চিলমারীতে ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটেছে।

শ‌নিবার (৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে। স্নানকে ঘি‌রে উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজারসহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। সড়কপথে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও মোটরগাড়ি করে। নদীপথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে।

স্নান করতে আসা সুজন মোহন্ত ও অমিত জানান, গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান করতে এসেছি। এবার শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়।

এ ছাড়া বিশুদ্ধ পানীর জন্য নলকূপ স্থাপন, কাপর বদলানোর জন্য শতাধিক তাঁবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ