শিরোনাম
ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত রৌমারীতে হত্যা মামলায় ০৭ আসামি গ্রেফতার বোরহানউদ্দিনে লাগামহীন মাদকের বিস্তার: নীরব প্রশাসন শেরপুরের আওয়ামী সরকারের দোসর অবৈধ ধনকুবের আল-আমিন খোলস পাল্টাতে সক্রিয় পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান-নদী ভাঙ্গন কবলিত দুঃস্থ -অসহায় এলাকাবাসী হরিরামপুরে ইসলামিক ফাউন্ডেশেনের উদ্যোগে মসজিদের ইমাম,শিক্ষকদের সাথে গ্রাম আদালত সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন ছাতকের চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রবাসীর দেয়া অর্থায়নে ছাতা বিতরণ ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রাখার জন্য মিশন ও ভিশন খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এই বিশ্ববিদ্যালয়কে আমরা কোন অবস্থানে দেখতে চাই, তা ঠিক করে দেবে মিশন ও ভিশন। উপাচার্য বলেন, গুনগত উচ্চশিক্ষা, মানসম্পন্ন গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ সহজ করে দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

উক্ত কর্মশালায় ‘রিসোর্স পার্সন’ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ