সুনামগঞ্জ প্রতিনিধি::
মধ্যনগরে জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার অপরাধে দুটি শ্যালু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্না দশপাশা জলমহালটি ইজারাদার অবৈধ ভাবে শ্যালোমেশিন বসিয়ে শুকিয়ে মাছ ধরার অপরাধে দুটি শ্যালোমেশিন টি জব্দ করেছে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে মধ্যনগর থানা পুলিশ। গত শুক্রবার সকাল ১০ টায় উপজেলার নান্না দশপাশা জলমহাল শুকানোর সময় দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
জানা যায়, মধ্যনগর উপজেলার নান্না দশপাশা জলমহালটির পানি শুকিয়ে মাছ ধরার উদ্দেশ্যে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচে ইজারাদার শরশতিপুর গ্রামের বাসিন্দা গোলাম মৌলা। বিষয়টি জানতে পেরে তহশীলদার ও মধ্যনগর থানার পুলিশ সরেজমিনে জলমহালে গিয়ে এর সত্যতা পেয়ে দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। পরে মুচলেকা দিয়ে শ্যালুমেশিন দুটি ছারিয়ে নেন জলমহালের ইজারাদার।
এলাকাবাসীর দাবি এই পানি দিয়ে বোর ধান খেতে রোপন করা হয়। অসাধু ইজারাদারা পানি সুখিয়ে ফেলায় বোর ধান খরায় নষ্ট হয়ে যায়। এদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় এলাকাবাসী ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, এলাকার লোক জন আমাকে মুটোফোনে জানায় অবৈধভাবে জলমহাল সিচে মাছ শিকার করেছে ইজারাদার। কোন ইজারা কৃত বিল শোকানোর আইন গত বিধান নেই আমরা সরজমিনে দেখে এর সত্যতা পেয়ে দুটি শ্যলুমেশিন জব্ধ করা হয়েছিল পরে মুচলেকা দিয়ে দুটি শ্যালু মেশিন জলমহাল ইজারাদার কে ফেরৎ দেওয়া হয়। এবং জলমহালের পানি একেবারে শুকিয়ে মাছ ধরার আইনগত কোন এখতিয়ার নেই সেহুতু এই বিষয়ে জেলা প্রশাসক স্যারের কাছে আমাদের মতামত পাঠিয়েছি এই বিষয়ে সিন্ধান্ত আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।