শিরোনাম
ধূলাবালুতে অতিষ্ঠ পদ্মারপাড়ের জনজীবন,স্বাস্থ্যহীনতায় ভূগছে কমলমতি শিশু শিক্ষার্থীরা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ। মানিকগঞ্জে পূর্বের শত্রুতার জেরে রাতের আধারে ৪০০ লাউ গাছ কাটায়,নিঃস্ব ভুক্তভোগী পরিবার। কুড়িগ্রামে সাংবা‌দিক আ‌রিফুল ইসলাম রিগানকে তু‌লে নি‌য়ে নির্যাতন ঘটনায় ডি‌সি সুলতানা ও তিন ম‌্যা‌জি‌স্ট্রেটের বিরু‌দ্ধে চার্জশিট দা‌খিল জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব সুলতানপুর ইউনাইটেড যুবসংঘ ও সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (বুলু) ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। গোয়াইনঘাটে দুর্বৃত্তরা দুই হাজার পান গাছ কেটে ফেলেছেন খাসিয়া সম্প্রদায়ের ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত রৌমারীতে হত্যা মামলায় ০৭ আসামি গ্রেফতার বোরহানউদ্দিনে লাগামহীন মাদকের বিস্তার: নীরব প্রশাসন শেরপুরের আওয়ামী সরকারের দোসর অবৈধ ধনকুবের আল-আমিন খোলস পাল্টাতে সক্রিয়
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার অপরাধে জব্দ শ্যালু মেশিন মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় ইজারাদার

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি::

মধ্যনগরে জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার অপরাধে দুটি শ্যালু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্না দশপাশা জলমহালটি ইজারাদার অবৈধ ভাবে শ্যালোমেশিন বসিয়ে শুকিয়ে মাছ ধরার অপরাধে দুটি শ্যালোমেশিন টি জব্দ করেছে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে মধ্যনগর থানা পুলিশ। গত শুক্রবার সকাল ১০ টায় উপজেলার নান্না দশপাশা জলমহাল শুকানোর সময় দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়।

জানা যায়, মধ্যনগর উপজেলার নান্না দশপাশা জলমহালটির পানি শুকিয়ে মাছ ধরার উদ্দেশ্যে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচে ইজারাদার শরশতিপুর গ্রামের বাসিন্দা গোলাম মৌলা। বিষয়টি জানতে পেরে তহশীলদার ও মধ্যনগর থানার পুলিশ সরেজমিনে জলমহালে গিয়ে এর সত্যতা পেয়ে দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। পরে মুচলেকা দিয়ে শ্যালুমেশিন দুটি ছারিয়ে নেন জলমহালের ইজারাদার।

এলাকাবাসীর দাবি এই পানি দিয়ে বোর ধান খেতে রোপন করা হয়। অসাধু ইজারাদারা পানি সুখিয়ে ফেলায় বোর ধান খরায় নষ্ট হয়ে যায়। এদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় এলাকাবাসী ।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, এলাকার লোক জন আমাকে মুটোফোনে জানায় অবৈধভাবে জলমহাল সিচে মাছ শিকার করেছে ইজারাদার। কোন ইজারা কৃত বিল শোকানোর আইন গত বিধান নেই আমরা সরজমিনে দেখে এর সত্যতা পেয়ে দুটি শ্যলুমেশিন জব্ধ করা হয়েছিল পরে মুচলেকা দিয়ে দুটি শ্যালু মেশিন জলমহাল ইজারাদার কে ফেরৎ দেওয়া হয়। এবং জলমহালের পানি একেবারে শুকিয়ে মাছ ধরার আইনগত কোন এখতিয়ার নেই সেহুতু এই বিষয়ে জেলা প্রশাসক স্যারের কাছে আমাদের মতামত পাঠিয়েছি এই বিষয়ে সিন্ধান্ত আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

Recent Posts