শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে বিএনপির জন সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগন্জের দোয়ারাবাজারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারী) বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে মিজানুর রহমান চৌধুরী (মিজান) বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিএনপির লাখ লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, ঘুম-খুনের শিকার হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তবতীকালীন সরকারের প্রধান কাজ বলে জনগণ মনে করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হবে মানুষের মুক্তির পথ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক , এরশাদুর রহমান এরশাদ, যুগ্ম আহবায়ক মোশাররফ মজুমদার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুবদল নেতা আব্দুল মনাফ, আনিছ মিয়া, জমশেদ মিয়া,ডা:বাবুল,হায়দার আলী,নুরুন নবী,জামাল তালুকদার,সেলিম আহমেদ,সফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ