দোয়ারাবাজার (সুনামগঞ্জ ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের, বোগলা গ্রামে ২০২৪ – ২০২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের(২য় সংশোধিত) আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও কৃষক-কৃষাণিদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ আশ্রাফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার ,দোয়ারাবাজার,সুনামগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ রেজাউল ইসলাম ( কাজল) , সাংবাদিক মোঃ ফারুক মিয়া।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আশ্রাফুল আলম বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ যেন তাদের বসতবাড়ির আঙিনায়, পুকুর, খালের পাড়ে, বাড়ির আশেপাশে ছায়াযুক্ত অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদনএবং বস্তায় আদা,হলুদ চাষ করেন সেই বিষয়ে উদ্বুদ্ধ করেন।
এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।এছাড়াও কৃষকদের জীবনমান উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, এই প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে বসতবাড়ির আঙ্গিনা বা নিকটস্থ পতিত জমি ব্যবহার করে শাকসবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় সম্ভব হবে।
উঠান বৈঠক শেষে �