ছাতকে ফকির টিলায় হাজী ওহাব শাহ্ চ্যারেটেবল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সেলিম মাহবুবঃ ছাতক পৌরসভার ০১নং ওয়ার্ডের ফকির টিলা মহল্লায় হাজী ওহাব আলী শাহ্ চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত সোমবার বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজী ওহাব আলী শাহ্ চ্যারিটেবল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষক এস এম কয়েস’র সভাপতিত্বে ও ফকির টিলা পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া লিটু’র পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসর উদ্দিন, ছাতক মধ্যে বাজার জামে মসজিদের মুতাহওল্লী হাজি নুরু মিয়া তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান, খলিলুর রহমান মানিক, সামছুর রহমান বাবুল, ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী জোছনা চৌধুরী, স্হানীয় মুরুব্বি হাজি কুতুব উদ্দিন, ছাতক পৌরসভার ০১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি নাজিমুল হক, ০৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, স্হানীয় জামাল মিয়া, সিবিএ বি-৮০’র সিনিয়র সহ-সভাপতি জাবেদ কাওসার টুনু, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি বখতিয়ার হোসেন, স্হানীয় ফরিদ মিয়া, আরজ মিয়া, শীতবস্ত্র বিতরণে পবিত্র কোরআন তেলওয়াত করেন চ্যারিটেবল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাওলানা শাহ্ নাজমুস সালেহীন সৌরভ, শীতবস্ত্র বিতরণে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উত্তরাধিকারী নাজিফাহ সায়মা, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক পৌরসভার ০১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ফাউন্ডেশনের পরিচালক (সার্বিক) শাহ্ মোঃ আখলাকুল আম্বিয়া সোহাগ। এসময় শীতবস্ত্র বিতরণ ০১ নং ওয়ার্ড ছাড়াও অন্যান্য এলাকার মধ্য অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়।