ছাতকে যিননুরাইন শিল্পী গোষ্ঠী’র বছর ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সেলিম মাহবুবঃ :: ছাতকে যিননুরাইন শিল্পী গোষ্ঠীর আয়োজনে শুক্রবার বিকেলে ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে বছর ব্যাপী নাশিদ কর্মশালায় ছাতক থানা জামে মসজিদের ইমাম ও যিননুরাইন শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা জামিল আহমদ’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আবিদ আহমেদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ছিদ্দিক আহমদ খান, ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদির, দয়ামীর মাদ্রাসা সিলেটের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা তোরাব খা।
এ-সময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ রাবিব, আহমদ উসমান, কিবরিয়া আহমদ, আহমদ মিজান, জিয়াউর রহমান মিসবাহ, আব্দুস সামাদ, হিফজুর রহমান হাম্মাদ, হোসাইন আল হাফিজ, সিদ্দিক আহমেদ সায়েক, জাহেদ রহমান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যিননুরাইন শিল্পী গোষ্ঠীর মাওলানা ইমতিয়াজ আহমেদ, মাওলানা নুরুল হাসান, হাফিজ ফরিদ আল মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।