সুনামগঞ্জের সীমান্ত গ্রাম জঙ্গলে ইয়াবা কারবার জমজমাট ডিলাদের একজন গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি; সীমান্ত জনপদ সুনামগঞ্জে মাদক ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। ক্ষমতার পালাবদল হলে তাদের ব্যবসায় হয় না কোন ক্ষয়ক্ষতি। বরং নমুনা পরিবর্তন করে অসাধুদের সাথে আঁতাত করে চলে চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী। অবশ্য সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত গ্রাম জঙ্গলবাড়ি থেকে ইয়াবা ডিলারদের অন্যতম ইয়াবা শাহ আলম কে খাঁচায় বন্দি করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মামলা রেকর্ড করে আলামত সহ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (তাহিরপুর যোন)সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন । গ্রেফতার শাহ আলম ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির আওতাভুক্ত সীমান্ত গ্রাম জঙ্গল বাড়ির আবুল হোসেন মুন্সীর ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটের চালান সহ আটক করা হয়। এসময় পুলিশ ট্যাবলেট সেবনের উপকরণ, ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করে ইয়াবা শাহ আলমের কাছ থেকে।
তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় নিজ হাতাতে মাদকদ্রব্য রেখে বিক্রির অপরাধের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। । বৃহস্পতিবার শাহ আলমকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল ইসলাম রাসেল। পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা শাহ আলমের সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিঢ়ান অব্যাহত আছে।