সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতক সিমেন্ট কারখানায় দোয়া ও মিলাদ মাহফিল
সেলিম মাহবুবঃ বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর উদ্যোগে কারখানার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সিমেন্ট কারখানার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, আজগর আলী, প্রশাসনিক কর্মকর্তা মাহতাবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, সিবিএ-বি ৮০ এর সভাপতি শাহ আলম,সেক্রেটারি মো.শফি উদ্দিন, ঈমাম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, ক্বারী নুরুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা পিয়ারা মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মামনুন, সাবেক ছাত্র নেতা ইমরান হাসান, আব্দুল করিম চন্দন, বিএনপি নেতা সামস উদ্দিন,সুমন মিয়া,মনসুর আহমেদ
সিবিএ’র নির্বাহী সভাপতি মিয়া হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সহ সম্পাদক মো.জাবেদ কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাহিন চৌধুরী, সোলাইমান খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সিবিএ নেতা আশরাফ হোসেন, জুনেদুর রহমান, জামাল মিয়া, নুরুল আমিন, সারোয়ার হোসেন, মো.আবু সুফিয়ান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।