ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী যোগদান করবেন ডিপ্লোমেসি চাকমা
সেলিম মাহবুবঃ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম-কে বদলী করা হয়েছে। গত ২৪ সালের ১১ নভেম্বর তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি জানিয়েছেন, বদলীর আদেশ হয়েছে তবে কর্মস্থল এখন ও নির্ধারণ হয়নি।
এদিকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন মিজ ডিপ্লোমেসি চাকমা(১৮৭৭৭)।তিনি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার। বদলীর আদেশে তাকে বলা হয়েছে আগামী ৪ ডিসেম্বর ২৫ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করার জন্য।
রাষ্ট্রপতির আদেশ মোতাবেক ০১.১২.২৫ ইং তারিখ বদলীর এই আদেশ জারি করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম। ##