শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন!  সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হাই 

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন!  সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হাই 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ ২৯ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

 

পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী ছিলেন । সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে ৭৯ ভোট পেয়ে হাজী মো. আবুল হাসান (চাকা) বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৯৪ ভোট পেয়ে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) ও ৭৭ ভোট পেয়ে হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিকে বিজয়ী হন।

,

সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিচ) প্রতিকে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে ৮৫ ভোট পেয়ে হাজী মো.বাবুল মিয়া (তালা চাবি) প্রতিকে বিজয়ী হয়েছেন।

প্রচার সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে আদনান হোসেন মিজান (মই) প্রতিকে বিজয় লাভ করেন। দপ্তর সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিকে বিজয়ী হন।

৪ জন কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে ৯৭ ভোট পেয়ে হাজী মো. বদরুল আলম (ফুটবল) প্রতিকে, ৯১ ভোট পেয়ে নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিকে, ৮৯ ভোট পেয়ে এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিকে ও ৮৬ ভোট পেয়ে শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতিকে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মো. আব্দুস সাত্তার প্রতিক (দেয়াল ঘড়ি)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি ।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়, আব্দুল আলিম এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।

নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দ। ##

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ