শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ছাতকে বহুল আলোচিত জিয়া হত্যার  ঘটনায় নিহতের স্ত্রী রানু বেগম গ্রেফতার 

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ছাতকে বহুল আলোচিত জিয়া হত্যার  ঘটনায় নিহতের স্ত্রী রানু বেগম গ্রেফতার 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতকে বহুল আলোচিত জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী রানু বেগমকে (৪২) কে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। শুক্রবার ছাতক থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নিজ গ্রাম সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের লুৎফুর রহমানের বাসা থেকে রানু বেগমকে গ্রেফতার করা হয় । 

 

হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) গ্রেফতারের পর থেকে রানু বেগম পলাতক ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করেন। পরে প্রায় অর্ধশত পুলিশ ও র‍্যাব সদস্যের অংশ গ্রহণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার এড়াতে রানু বেগম, লুৎফুর রহমানের বাসায় বাইরে থেকে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছিলেন। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছাতক থানায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ অক্টোবর (সোমবার) সুনামগঞ্জ কোর্ট প্রাঙ্গণ থেকে এক অভিযানে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মূল অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাবুল মিয়াকে গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে নতুন গতি এসেছে।

তদন্তের জালে ইউপি চেয়ারম্যান সাহেলের সহকর্মীরা জড়িয়েছেন। সন্দেহের তালিকায় রয়েছেন চেয়ারম্যানের আস্থা ভাজন কয়েক জন ব্যাক্তি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যে পরিবারের সদস্যরা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জিয়া হত্যাকাণ্ডে প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

নিহত জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম, ছেলে সালমান আহমদ এবং প্রবাসী চাচাতো ভাই মাসুক মিয়াসহ ও এই ঘটনায় জড়িত থাকার কিছু তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হবে।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সিংচাপইড় ইউনিয়নের মহদি গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে জিয়াউর রহমানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে জিয়াউর রহমানের সৎভাই তাজিজুর রহমান ছাতক থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ