শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মাঠ সংস্কার

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মাঠ সংস্কার

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলাগাঁও দাখিল মাদ্রাসার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। মাঠজুড়ে গর্ত ও বালির অভাবে অনুপযোগী হয়ে পড়েছিল খেলাধুলার জন্য। এতে স্থানীয় শিক্ষার্থী ও কিশোররা হারিয়ে ফেলেছিল তাদের নিয়মিত খেলাধুলার জায়গাটি।

এ অবস্থায় মাঠটি সংস্কারের উদ্যোগ নেয় মানবতা ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। নিজেদের অর্থায়নে সংগঠনটি মাঠে বালু ভরাটসহ মেরামতের কাজ শুরু করেছে।

সোমবার (২৭ নভেম্বর) মাঠে গিয়ে দেখা যায়, মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুস সোবহান, সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নজির হোসেন, ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম, আইসিটি সম্পাদক শরীফ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা মাঠ সংস্কারের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নজির হোসেন বলেন, মাঠটি পুরোপুরি সংস্কার করতে আরও অর্থের প্রয়োজন। এজন্য আমরা সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন জানান, অনুপযোগী মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করতে আমরা বালি ভরাট ও সমতল করার কাজ করছি। খুব শিগগিরই মাঠটি আবারও খেলোয়াড়দের পদচারণায় মুখর হবে।উপদেষ্টা মোস্তফা কামাল বলেন, আমরা মাঠের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। এলাকার সবাই যদি সহযোগিতা করে, তাহলে শিগগিরই মাঠটি আগের রূপ ফিরে পাবে।

কানাডা প্রবাসী উপদেষ্টা রেজাউল করিম বলেন,এই মাঠটি আমাদের শৈশবের স্মৃতিবিজড়িত স্থান। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে ফিট থাকে, তেমনি খারাপ অভ্যাস থেকেও দূরে থাকে। তাই মাঠ সংস্কার এখন সময়ের দাবি।

দুবাই প্রবাসী উপদেষ্টা ডা. তরিকুল ইসলাম ডালিম জানান, দীর্ঘদিন মাঠটি খেলার অনুপযোগী ছিল। মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এটি মেরামত করা হচ্ছে। মাঠ সংস্কার শেষ হলে আমাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘সিজন টু আন্তঃইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’। মানবতা ছাত্রকল্যাণ পরিষদ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। সংগঠনের উপদেষ্টাগণ হলেন—

ডা. তরিকুল ইসলাম ডালিম, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, রেজাউল করিম, মোস্তফা কামাল, ইমতিয়াজ হোসেন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুস সোবহান, আনারুল ইসলাম সাগর, হারুন অর রশিদ, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম ও জয়নাল আবেদিন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ