শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন এর জরুরী সহায়তা প্রদান 

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন এর জরুরী সহায়তা প্রদান 

 

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত Emergency Food & Hygiene Package Support for the most vulnerable HH in Tahirpur Upazilla, Sunamganj District and Hot Meal Support to the Street Children in Kamlapur Rail Station, Dhaka. প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৩ টি ইউনিয়ন উত্তর শ্রীপর, দক্ষিন শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নে (৭ অক্টোবর ২০২৫ হইতে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত) মোট ১০০জন পরিবারে (ভূমিহীন, জেলে, নারী প্রধান পরিবার, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ওনিম্ন আয়ের পরিবার সহ বিপজ্জনক পরিবেশে বসবাসকারী প্রান্তিক পরিবারগুলিকে) একটি মানসম্মত খাদ্য প্যাকেজ ও স্বাস্থ্যবিধি প্যাকেজ সহায়তা প্রদান করা হয়।

দক্ষিন বড়দল ইউনিয়নের ৩৪জন উপকারভোগীদের তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ভেন্যুতে, দক্ষিন শ্রীপুর ও উত্তর শ্রীপুরে ৩৩জন করে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে মোট ১০০ টি পরিবারের মধ্যে উক্ত সহায়তা প্যকেজ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মো: শাহরুখ আলম শান্তনু, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর, জনাব জুনাব আলী, চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ, আরো উপস্থিত ছিলেন Aamilah Begum (Human Appeal), Jubid Rahman (Human Appeal), Shale Ahmed (Delegate), Aftab Rahman (Delegate), Shakib Ahmed Ihsan (Videographer), Md. Jahangir Alam, Joint Director, CC & DRR and Rights & Governance Sector, Dhaka Ahsania Mission, মোঃ আলী হায়দার চেয়ারম্যান শ্রীপুর উত্তর ইউনিয়ন এবং সংশ্লিষ্ট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নুরুল হক ফকিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

প্রতিটি পরিবারের খাদ্য প্যাকেজের মধ্যে ছিল চাল – ৪০ কেজি, তেল – ২ লিটার, মসুর ডাল -২ কেজি, চিড়া -২কেজি, গুড়- ১কেজি, মুড়ি -২কেজি, লবণ -১ কেজি, আলু -২.৫কেজি, পেঁয়াজ- ২.৫কেজি, ও রসুন- ১কেজি। প্রতিটি স্বাস্থ্যবিধি প্যাকেজে রয়েছে ঢাকনা সহ প্লাস্টিকের বালতি (২০ লিটার)-১টি, জেরিকান (১০ লিটার) -১টি, গোসলের সাবান -৪টি, ডিটারজেন্ট পাউডার – ১ কেজি, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার জন্য অ-ব্যবহারযোগ্য স্যানিটারি কাপড় (৮পিস)-১প্যাকেট, প্লাস্টিকের মগ – ১টি, অ্যান্টিসেপটিক ক্রিম-১টি, ওরাল স্যলাইন- ১০ টি এবং নেইল কাটার -১টি । উক্ত খাদ্য প্যাকেজ ও স্বাস্থ্যবিধি প্যাকেজ সহায়তা পেয়ে সকলেই মহা খুশি। এছাড়াও এই প্রকলেপর আওতায় গত ২০/১০/২০২৪ তারিখে ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশনে ১০০ জন পথশিশুর মধ্যে গরম খাবার বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ