শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার / ৬০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

 

সুনামগঞ্জ প্রতিনিধি::: শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১১টায় সুনাসগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ সিংহ মিথুন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্রাচার্য্য,ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেছেন,টাইফয়েড জ¦র থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী গত ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন যে শুরু হয়েছে এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় সকল শিশুকে টাইফয়েড জ¦র প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার আহবান জানান। তিনি বলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিতবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এরমধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন। এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড জ¦সহ দেহ শরীর ও মন ভাল রাখতে হলে দূষিত পানি,দূষিত খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহরের পরামর্শ দেন এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরো বেশী করে ব্যাপক ভূমিকা রাখার আহবান জানান। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ