শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন 

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতক উপজেলার ২৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

 

শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজার শেষ দিনে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাতক প্রেসক্লাব ও ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাতক পৌর শহরের বিউটিফিকেশন চাঁদনীঘাটের পৌর এলাকায় ৭ টি প্রতিমা বিসর্জন সুরমা নদীসহ অন্যান্য এলাকায় নির্ধারিত স্থান সমুহে ২৯টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

 

প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) মোঃ তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান সহ সংলিষ্ট কর্তৃপক্ষ।

 

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসর উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম মধুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

 

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের নিরাপত্তা সহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে ছাতকে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী বলেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হওয়ায় ছাতক উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, ছাতক পৌরসভা, ছাতক থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন ছাতক উপজেলা ও পৌরসভায় সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন। তাঁরা বিজয়া দশমীর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ