ছাতকে পৌর শহরের ৩নং ওয়ার্ডের তিন টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন পৌর বিএনপির আহবায়ক সামছু
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর শহরের ৩নং ওয়ার্ডের তিন টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ছাতক পৌরসভা বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু। তিনি ছাতক পৌর শহরের ৩ নং ওয়ার্ডের শ্রী শ্রী দুর্গা শিবা মন্দির পূজা মণ্ডপ, নোয়ারাই ভাগবৎ সংঘ পূজা মণ্ডপ দাস পাড়া, নাথ পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছাতক পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন’র পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ কে।