ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার এক মতবিনিময় সভা
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক পৌরসভা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌর শাখার সভাপতি মাওলানা আবুল কালাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ’র পরিচালনায় মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাবেক সভাপতি পৌর শাখার কাজী ইসলাম উদ্দিন সহ বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।