শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

ছাতকের জাউয়ায়, যৈাথবাহিনীর অভিযানে ★সেনা সদস্য আহত★ অস্ত্র ও মাদক উদ্বার–গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ছাতকের জাউয়ায়, যৈাথবাহিনীর অভিযানে ★সেনা সদস্য আহত★ অস্ত্র ও মাদক উদ্বার–গ্রেফতার ৬

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কোনা পাড়া গ্রামে যৈাথ বাহিনীর অভিযানকালে দুর্বৃত্তের হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন। থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে মতিন মিয়ার বাড়িতে অভিযান চলাকালে দূর্বৃত্তের হামলায় সেনাসদস্য নায়েক ইয়াছিন আহত হন। তার ডান হাতে দায়ের কুপের আঘাত লেগেছে। ঘটনাস্হল থেকে ১টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলার আসামীসহ গ্রেফতার ০৬ জন

 

থানা পুলিশের এক বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই কামাল, এসআই সঞ্জয়, এসআই আখতার, এসআই সিকান্দার, এসআই বিন আমিন, এএসআই নাছির, এএসআই মহি উদ্দিন, এএসআই বিশ্বজিৎ, এ এসআই তোহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ছাতক থানার জাউয়া এলাকায় অভিযান করিয়া ছাতক থানার মামলা নং-৩৫(৯)২৫ (অস্ত্র আইন), ৩৬(৯)২৫ (মাদক), ৩৭(৯)২০২৫ (পুলিশ এসল্ট) এর আসামী ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল মতিন’র পুত্র মোঃ তোফাজ্জল হোসেন (৩৭)। মামলা নং-৩৭(৯)২০২৫ আসামী মৃতঃ আব্দুর রাজ্জাক ওরফে রজাক মিয়া’র পুত্র রেজাউল করিম ওরফে রেজাউল মিয়া (২৮), সুলেমান মিয়ার পুত্র আমির হোসেন ওরফে ইকবাল (২৯), আব্দুল কাদের’র পুত্র লায়েক হোসেন (২৬), আফজাল হোসেন (২০) সাং-জাউয়া (কোনাপাড়া), জাউয়া বাজার ইউ/পি, থানা : ছাতক, জেলা : সুনামগঞ্জ সাং-জাউয়া (কোনাপাড়া), সুনামগঞ্জ।এবং সিআর- ৫৩২/২২এর মামলার আসামী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তেঘরি রাধানগর গ্রামের মোঃ হিরন মিয়া’র পুত্র আব্দুল আজিজ। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ