সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে সিএনজি ছিনতাইকৃত আসামী ০৪, নিয়মিত মামলার আসামী ০২ ও ওয়ারেন্ট ভুক্ত আসামী ০১ সহ ৭ জন আসামীকে থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ। এ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই রাহিম, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর, এএসআই মাসুদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ এক অভিযানে ছাতক থানার মামলা নং-৩৩ (৯) ২০২৫’র আসামী দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৯নং ওয়ার্ড নরসিংটিলার রহিমা কলোনীর নাগরিক মৃতঃ লাল মিয়ার পুত্র জায়েদ আহমেদ (২১), তায়েদ আহমেদ (২০)। ছাতক থানার মামলা নং-০৪ তাং-০২/০৯/২৫ খ্রি. এর আসামী নোয়ারাই ইউনিয়নের আব্দুল জলিল’র কন্যা ও রাজারগাও গ্রামের ছায়াদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০)।
নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের আব্দুল জলিল’র পুত্র আমির আলী (২৬)। ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মোঃ নাছির উদ্দীন’র পুত্র মোয়েদ আহমদ (৩৮)। ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইছে।