শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

ছাতকে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্য-সদস্যাগনের অনাস্থা দাবি ১২ সদস্যর

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ছাতকে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্য-সদস্যাগনের অনাস্থা দাবি ১২ সদস্যর

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আওলাদ হো‌সেন মাস্টার এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁর ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য-সদস্যা। সদস্য-সদস্যারা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে তার একক সিদ্ধান্তে কাজ না করেই টিআর, কাবিখা, রাজস্ব, এডি‌পি, কাবিটার টাকা ও চাল উঠিয়ে নেয়াসহ নানা অভিযোগ করেন ইউপি সদস্য ও সদস্যারা।

 

এ বিষয়ে রোববার দুপু‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকতা বরাব‌রে ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেন মাস্টারের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে।

 

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বদলীকৃত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, সাবেক ইউপি সচিব জীতেন দাস ও যুবলীগ নেতা শিব্বির আহমদ-কে। ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য ও ৩জন সদস্যা লিখিত এ অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।

 

উপজেলা কৃষকলীগের আহবায়ক ও উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার গত ১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি হ‌য়ে‌ছেন। সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের মাধ্যমে একটি বেসরকা‌রি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থেকে তিনি বনে যান ইউপি চেয়ারম্যান।

 

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময়ে কাজ না করে সরকারী একাধিক প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন। গত ১৯ মার্চ রাতে নাশকতা মামলায় থানা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেন।

 

অভিযোগে উল্লেখ রয়েছে ভূয়া প্রকল্প, থানায় দালালী, জমি দখল ও বেচা-কেনার মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যান অনেক সম্পদের মালিক হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লুটপাট চালিয়ে কিনেছেন ভাতগাঁও এলাকায় ৩০ একর জমি।

 

সিলেটের আখলিয়া এলাকায় রয়েছে তার একটি বাড়ি। ব্যাংক ব্যালেন্স সহ তার অবৈধ করা সম্পদের বিষয়টি অভিযোগ ও অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

 

উপজেলা কার্যালয়ে এ ধরণের একটি অভিযোগ দেয়া হয়েছে তিনি এখনো হাতে পান নি জানিয়ে, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ত‌রিকুল ইসলাম ব‌লেন, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব‌্যবস্থা গ্রহণ

 

 

করা হ‌বে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ