শিরোনাম
সুনামগঞ্জ-৪ এ ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারনকে  সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক; পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান  মানিকগঞ্জে কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন।  সিলেটে চোরাকারবারের প্রতিবাদ করায় বসতঘরে হামলা ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন  না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয়  পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

ট্রাইবেকারে গড়ায় ফাইনাল এলিভেন স্টার মুক্তিরগাও বিজয়ী

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের কালারুকা ইউনিয়নের অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র ২৫ইং সিজন-০২ এর ফাইনাল সম্পূর্ণ হলো। মুক্তিরগাও অষ্টগ্রাম মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৯শে আগষ্ট এ টুনামেন্ট শুরু হয়। এ টুনামেন্ট ১০ টিম অংশ নেন। লীগ পদ্ধতি খেলার পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গড়ায় এ টুনামেন্ট’র খেলা। ১২ ই সেপ্টেম্বর শুকবার বিকেলে মক্তিরগাও অষ্টগ্রাম মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে অষ্টগ্রামের দুটি দল অংশ নেন। এলিভেন স্টার মুক্তিরগাও বনাম সততা স্পোর্টিং ক্লাব মিত্রগাও। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইবেকারে গড়ায় ফাইনাল। ট্রাইবেকারে এলিভেন স্টার মুক্তিরগাও ১-০ সততা স্পোর্টিং ক্লাব মিত্রগাও ফাইনাল সম্পূর্ণ হয়। ফাইনালে বিজয়ী হয় এলিভেন স্টার মুক্তিরগাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাজী উস্তার আলী’র সভাপতিত্বে ও ব্যবসায়ী শরিফ হোসেন’র সুরুজ’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মুক্তিরগাও অষ্ট গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল হেকিম, মহিবুল হক, হাজী বশির মিয়া, ইল্লাছ মিয়া, দোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, মোঃ আলাউদ্দিন, বাবু শৈলেন দাস, ওয়ারিছ মিয়া, আইয়ুব আলী, সুনামগঞ্জ জেলা জজকোর্ট’র সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি, এডভোকেট আলম উদ্দিন, ইউপি সদস্য নুরুল হক, সামছু মিয়া, শামছুল আলম, শাহিনুর মিয়া, জলাল মিয়া, ব্যবসায়ী আশরাফুল আলম, শহীদ মিয়া, মুক্তির গাও গ্রামের সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, মিসবাহ উদ্দিন মিছহাক, শাহ আলম, মঞ্জু মিয়া, ইকবাল হোসেন, ইজাজুল হক রনি, যুক্তরাজ্য প্রবাসী তারেক জাহাঙ্গীর, আব্দুল কাদির, সাইফুল আলম, মিছবাহ জামান, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, শাহীন আহমদ সাগরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ধারা বর্ণনা করেন পাভেল আহমদ। খেলার পরিচালক জুমলাদ চৌধুরী, সহকারী পরিচালক মিটু ও আমির হোসেন। অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র ২৫ইং সিজন-০২ এর সার্বিক তত্ত্বাবধানে মুক্তিরগাও গ্রামের যুব সমাজ। ফাইনালে প্রথম পুরস্কার ১ টি ফ্রিজ, ২য় পুরস্কার ১ টি ৩২” এলইডি টিভি, ৩য় পুরস্কার ১টি গোল্ডকাপ। খেলায় সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ