সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে থানা পুলিশের অভিযানে জিআর-১২২/২৫ (ছাতক) মামলার পলাতক আসামী রহমত আলী-কে (৪৫) গ্রেফতার করা হয়েছে। রহমত আলী দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মৃতঃ মছদ্দর আলীর পুত্র।
মঙ্গলবার রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই বিন আমিন, এ এস আই আরিফ, এ এস আই তোহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, জানান, আসামী-কে আদালতে সোপর্দ করা হয়েছে।##