সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও পৌর বিএনপির এক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে রওশন কমিউনিটি সেন্টারের সামনে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। হাজার নেতাকর্মীরা দলীয় বিজয় র্যালিতে যোগ দেন।
ছাতক উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে র্যালিটি রওশন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু’র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সন্মানিত সদস্য শফিউল আলম মতি, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহী, যুগ্ম আহবায়ক শহীদুর রহমান সোহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও জাসাস নেতৃবৃন্দ।
K