সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা পুকুরে ও থানা পুকুর, হাসপাতালের পুকুরসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিম খানা এবং তাঁরাবিল, নাইন্দার হাওরে প্রতি বছরের মতো এবারও পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পোনামাছ অবমুক্ত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল করিম ও ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড এসিস্ট্যান্ট বিদ্যুৎ চন্দ্র সরকার, এসময় নাইন্দার হাওর ও তাঁরাবিল হাওরে সন্ধ্যায় পোনামাছ অবমুক্ত করা হয়। ইউপি সদস্য সাদিক মিয়া, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসা, মসজিদ প্রধান গন ও লক্ষীবাউর মৎস্যজীবি পরিষদের নেতৃবৃন্দ। প্রায় ২ লক্ষ টাকার ৪৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।