শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

স্বাস্থ্য সেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার / ২২৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

স্বাস্হ্য সেবায় এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা বাংলাদেশের ৪৯০ টি উপজেলার মধ্যে গেল মার্চ মাসে ১১ তম ও সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। এর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) সর্বশেষ ওয়েব পোর্টালের মূল্যায়নে (ফেব্রুয়ারি ২০২৫) সারা বাংলাদেশের ৪৯০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯তম ও সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করেছিল।

এই অর্জন সম্ভব হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের নিরলস প্রচেষ্টা এবং তার পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ একটি টিমের নেতৃত্বের ফলে।

নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দ্রুত উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহন,

জরুরি চিকিৎসা সেবা উন্নয়ন, ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সাধারণ মানুষ এখন আরো দ্রুত চিকিৎসা পাচ্ছে।

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা: গর্ভবতী মা ও নবজাতকের জন্য বিশেষ ইউনিট সক্রিয় করা হয়েছে। নিয়মিত প্রসবকালীন সেবা ও মা-শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিজিটাল সেবা: স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অনলাইন রিপোর্টিং, রোগী নিবন্ধন এবং স্বাস্থ্য তথ্যের ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধি: গ্রামীণ পর্যায়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প, টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে মানুষের মধ্যে বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য সচেতনতা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা: স্বাস্থ্যসেবায় দুর্নীতি, অনিয়ম ও অবহেলা রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

এর ফলে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান এবং রোগীর সন্তুষ্টি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ডা. নুসরাত আরেফিন বলেন আমার কর্মস্হল ছাতকের মানুষ আমার পরিবার। তাদের স্বাস্থ্যসেবায় উন্নতি আনা আমার দায়িত্ব। অনেক সীমাবদ্বতা থাকা সত্ত্বেও আমার লক্ষ্য হলো ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সারাদেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা।


এই ক্যাটাগরির আরো সংবাদ