শিরোনাম
সুনামগঞ্জে সবজির মূল্য লাগামছাড়া সাধারণ ক্রেতা বিপাকে মহানবী(সা.)এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল— ধর্ম উপদেষ্টা জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৩ জনের কারাদণ্ড হরিরামপুরে রাজনীতির পরিচিত মুখ-কর্মী গড়ার কারিগর -আশিকুজ্জামান শিপু। হরিরামপুরে রাজনীতির পরিচিত মুখ-কর্মী গড়ার কারিগর কিংবদন্তি যুব নেতা -আশিকুজ্জামান শিপু। ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ছাতকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী- মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণা। সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া সাদা পাথর কান্ডে সিলেটের ডিসি,ইউএনও অপসারিত হলেও ওসি আদনান বহাল তবিয়ত! খুঁটির জোর কোথায়?
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জে সবজির মূল্য লাগামছাড়া সাধারণ ক্রেতা বিপাকে

স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে দিরাই শাল্লা সদরের বাজার সহ শ্যামারচর নিজগাঁও বাজারকান্দি (মিলন বাজার) আরো ছোটছোট স্হানীয় বাজারে সবজির বাজার বর্তমানে বেশ চড়া এবং দাম প্রায়ই ‘লাগামছাড়া’ হয়ে যাচ্ছে। বিশেষ করে, দুই-একটি ছাড়া প্রায় সব সবজির দাম এখন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, বাজারে সবজি আসতে দেরি হওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধি। এই পরিস্থিতিতে, সাধারণ মানুষজনকে বেশি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

পেঁপে, আলু মুকি ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ টাকার উপরে।কাঁচামরিচ দাম আছে শীর্ষে অবস্থানে। সবজির দাম লাগামহীন হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সুনামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে দফায়-দফায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, বাজারে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হচ্ছে।

তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সুনামগঞ্জ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এখন বাজারের অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে।

এতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম সংকটে। অনেক ক্রেতা অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।

এক সপ্তাহ আগে বেগুনের দাম ছিল ৬০ টাকা কেজি, যা বেড়ে দাঁড়িয়েছে ৮০-১০০ টাকায়।

কাঁচা সবজি একেক বাজারে একেক মূল্য তবে সবই নাগলের বাইরে।মরিচ ১৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০থেকে ৩৫০ টাকা কেজি।

পটলের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকা, চালকুমড়া ৫০ থেকে বেড়ে ৮০ টাকা, ঝিঙা ৪০ থেকে বেড়ে ৮০ টাকা, লাউ ৬০ থেকে বেড়ে ৯০ টাকা, আর ঢেঁড়স ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টিকুমড়া, পেঁপে দামও বেড়েছে।

ক্ষোভ প্রকাশ করে মমিন আলী নামে একজন ক্রেত্রা বলেন, বাজারে ৫০ টাকার বেগুন এখন ৮০-১০০ টাকা। সব সবজির দামই লাগামছাড়া।

গরিব মানুষের বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। বাজার মনিটরিং করা জরুরি।

অন্যদিকে সুনামগঞ্জ বাজারের এক খুচরা ব্যবসায়ী বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। কম দামে কিনতে পারলে, কম দামে বিক্রি করি। সীমিত লাভ করি আমরা। দাম বাড়তি বা কমার বিষয়ে আমাদের হাত নেই।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, বাজার মনিটরিং করা এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ