তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিন্নাকুলি গ্রামে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও নাম করনে পূর্বানুমতি প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট দুপুর ১২ টায় বিন্নাকুলি স্কুল মাঠে সকলের উপস্থিততে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তাপস সীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন, বাদাঘাট ইউনিয়ন বি এনপি আহ্বায়ক মব্জুর আলী,বিশিষ্ট ব্যাবসায়ী কাওসার আহমেদ, আবদুল কাদির,জেলা বি এনপি নেতা হেলাল মিয়া সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামর জনগন।
এলাকার সাধারণ জনগন বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে নজির হোসেন কেবল এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। নিজের নামে কিছুই করেননি। তাকে তার কর্মের মাধ্যমে স্মরণে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তার পরিবার। আমরা সকলেই এই মহান উদ্যোগকে স্বাগত জানাই।