সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন /সমন্বয় সভা (প্রস্তুতি মূলক) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ই আগষ্ট সোমবার সকালে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরেফিন’র সভাপতিত্বে ও ডাঃ রনবীর তালুকদার রক্তিম’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া। এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, বাহাদুরপুর মহিলা মাদ্রাসা’র দ্বীন মোহাম্মদ, শিক্ষা সচিব হাফিজ আব্দুর রহিম, লক্ষীভাউর মাদ্রাসা’র মাওলানা কাজী ইসলাম উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিক’র ইনচার্জ স্বপন কুমার সরকার, সাংবাদিক সেলিম মাহবুব, সাকির আমিন, হাসপাতালের পরিসংখ্যানবিদ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ফুয়াদ হাসান ফেরদৌস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।