শিরোনাম
সিলেটের ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য ও খুঁটির জোর কোথায়? ছাতকে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মাঠ সংস্কার সুনামগঞ্জের শাল্লায় একটি স্কুল ভবন নির্মাণে নিম্নমনের সামগ্রী ব্যবহারে ব্যাপক অনিয়ম: ক্ষুব্ধ এলাকাবাসী ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক সম্পন্ন হরিরামপুরে ৯৯৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।  সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা সুনামগঞ্জ-৪ এ ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারনকে  সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক; পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান 
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিশাল মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

মঙ্গল শোভাযাত্রা, পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তনসহ নানা কর্মসূচিতে ছাতকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় ঢোল-তবলা ও বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম-গানের মাধ্যমে ধরাধমে তাঁর আগমনকে স্বাগত জানান ভক্তবৃন্দ। বিভিন্ন মহল্লা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন।

এ উপলক্ষে শনিবার (১৬ জুলাই) সকাল ৮ টায় ছাতক শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাম্বলী তরুন-তরুনীসহ নানা বয়সের মানুষ বিভিন্ন সাজে ঢাক-ডোলসহ অংশ নিয়ে দেবকীর গর্ভে জন্মে নেয়া ভগবান শ্রী কৃষ্ণ কে স্বাগতম জানায়।

উৎসবকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরে ছাতক পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রা’র উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন পরিবারের সবাইকে শুভ কামনা জানিয়ে বলেন, পারস্পারিক সহাবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের একত্রে বসবাসই বাংলাদেশের ঐতিহ্য। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আশা করি, সম্প্রতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়, অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

শোভাযাত্রার পর যেমন খুশি তেমন সাজ ও হাতের লেখা, চিত্রাঙ্কন, গীতাপাঠ, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা পর্ব শেষে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা। পূজার আনুষ্ঠানিকতা শেষে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেন। ধর্মীয় রীতি অনুসারে শিক্ষার্থী ভক্তবৃন্দ গীতা পাঠ ও কীর্তন করেন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

জন্মাষ্টমীর বিভিন্ন পর্বের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি (তদন্ত) , দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শ্রীশ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সহ-সভাপতি পরেশ চন্দ, নারায়ণ রায়, রাকেস দাস, সাধারণ সম্পাদক বাবুল রায়, ছাতক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক (অব:) হরিদাস রায়, ছাতক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কালিদাস পোদ্দার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন তরফদার, সাংবাদিক তমাল পোদ্দার, সেলিম মাহবুব, সাকির আমিন, আরও উপস্থিত ছিলেন বাবুল পাল, মহিলা নেত্রী শিখা দে, লিটন ঘোষ, তাতিকোনা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর দাস, ছাতক জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি পীযুষ সরকার, গনেশ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন কান্ত ঘোষ রুনু, সহ-সাংগঠনিক সম্পাদক নুপুর দাস, সহ-সাধারণ সম্পাদক রজত দাস, মিশন চন্দ মিশু, অর্থ সম্পাদক সঞ্চয় কর, প্রচার সম্পাদক শ্যামল দাস, সহ-প্রচার সম্পাদক চিরঞ্জীব দে চয়ন, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দত্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দাস তুষার। আরও উপস্থিত ছিলেন সুশীল রায়, অঞ্জন দাস, অধীর মালাকার, রতন দেবনাথ, শাওন দাসসহ প্রমুখ।

উল্লেখ্য, হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুরশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ