সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের অভিযানে জি আর-৩৪/২৫ (ছাতক) এর আসামী দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের মোঃ আলা উদ্দিনের পুত্র ছব্বির আহমদ (২২) কে গ্রেফতার করা হয়েছে।
দায়রা-৪৬৭/২৪,সি আর- ৩২১/২৪ (ছাতক), সি আর- ৬৬৯/২৪ (ছাতক) মামলার আসামী পৌরসভার দক্ষিণ মন্ডলীভোগ গ্রামের হাজী হুশিয়ার আলীর স্ত্রী মোছা: বাহারুন নেছা-কে গ্রেফতার করে পুলিশ। জিআর-২১৯/২৪(ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী গহর পুর গ্রামের সৈয়দ আলীর পুত্র বাহার উদ্দিন-কে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার এসআই সারোয়ার, এসআই সিকান্দর আলী, এ এসআই বিশ্বজিৎ, এ এসআই সোলেমান, এ এসআই রাসেল সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত তাদের গ্রেফতার করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।