সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে খুলনার বহুল প্রত্যাশিত পত্রিকা দৈনিক ইবি নিউজের ৩য় বর্ষপূর্তি পালন ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু’র সভাপতিত্বে ও দৈনিক ইবি নিউজ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সেলিম মাহবুব’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এসময় উপস্থিত ছিলেন মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম হেলাল, ছাতক প্রেসক্লাবের সদস্য তমাল পোদ্দার, ব্যবসায়ী আলমগীর হোসেন, সাংবাদিক সুজন তালুকদার, জামিল হোসেন, ব্যবসায়ী আলাল মিয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আগামীতে দৈনিক ইবি নিউজ পত্রিকার পথচলা এগিয়ে যাক ও পত্রিকার উত্তরোত্তর উন্নতি সাফল্য কামনা করেন। এবং সারা বাংলাদশে সাংবাদিকদের উপর হামলা বন্ধের দাবী জানান। সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করার জন্য বর্তমান অন্তর্ভুক্তি সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহবান জানান।