শিরোনাম
গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জের হালুয়ারঘাটে সেনাবাহিনী ও বিজিবি”র যৌথ অভিযানে ৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল স্বৈরশাষক পালানোর একবছর হয়েছে, “আর সময় নেয়া যাবেনা” দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে——- কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতকে গন অধিকার পরিষদের পরিচিতি সভা ও জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  ছাতকে জামায়াতের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল, সমাবেশ অনুষ্ঠিত ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত ছাতকের কহল্লার পল্লী চিকিৎসকের আত্মহত্যা সিলেটে গণঅধিকার পরিষদের ছাত্র-জনতার গণজাগরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

স্বৈরশাষক পালানোর একবছর হয়েছে, “আর সময় নেয়া যাবেনা” দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে——- কলিম উদ্দিন আহমেদ মিলন

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা এলাকা থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার এলাকায় এসে শেষ হয়েছে।

বিজয় মিছিল শুরুর পুর্বে ওয়াপদা সংলগ্ন রোডে ও মিছিল শেষে পশ্চিম বাজার লঞ্চঘাট সংলগ্ন পয়েন্টে কলিম উদ্দিন আহমদ মিলন সংকিপ্ত বক্তব্য দিয়েছেন।

এর আগে দুপুর থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠননের নেতৃবৃন্দ পৃথক-পৃথক ভাবে মিছিল সহকারে শহরের প্রধান সড়কের ওয়াপদা এলাকায় এসে জড়ো হন। এরপর বিকেল ৪ টার দিকে শুরু হয় বিশাল বিজয় মিছিল।

সংকিপ্ত বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এ আন্দোলনের ফলে আমাদের বিজয় হয়েছে কিন্তু আমরা অনেক সহকর্মী, সহযোদ্ধা এবং ছাত্র-জনতাকে হারিয়েছি।

আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, এখন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের অতি প্র‍্য়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের স্বার্থে এগুলো বাস্তবায়ন খুবই জরুরি।

দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্টা করা এখন সময়ের দাবী। এতে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। তিনি বলেন সরকার পতনের এক বছর হয়েছে, আর সময় নেয়া যাবেনা।

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি তিনি আহবান জানান। অনেক দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের অর্জিত বিজয়কে ম্লান হতে দেওয়া হবেনা।

স্বৈর-সরকার পতনের আন্দোলনেই প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আরো অনেকেই গুম খুনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো আমরা ভুলতে পারবো না।

নির্বাচন নিয়ে কোন যড়যন্ত্র ও টাল বাহানা সহ্য করা হবেনা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কোন ফ্যাসিস্টদের এ দেশের ক্ষমতায় আর আসতে দেয়া হবেনা। এ ক্ষেত্রে সকল যড়যন্ত্র দেশের মানুষ রুখে দিবে।

বিএনপি আয়োজিত এই বিশাল বিজয় মিছিলে ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিট পর্যায়ের সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ