সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা গন অধিকার পরিষদের পরিচিতি সভা ও জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে ছাতক পৌর শহরের চিলিস চাইনিজ রেস্টুরেন্টে মঙ্গলবার বিকেলে গন অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় গন অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি আজহার আলী’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি দিলোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আসগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সহ-সভাপতি রুমন খান। এসময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গন অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, ছাতক উপজেলা গন অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাহিনুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ছাতক গন অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ। গন অধিকার পরিষ সহ যুব অধিকার, ছাত্র অধিকার, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুল কাদির। সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।