শিরোনাম
গোয়াইনঘাটে মনাইকান্দি ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন সিলেটের গোয়াইনঘাট থানার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর মামলা আফরোজা খানম রিতার নেতৃত্বে হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,রাজধানীর নয়াপল্টনে সমাগম-শ্লোগানে মুখরিত রাজপথ। সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন,আহত ২ ২৯ আগস্ট ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জের হালুয়ারঘাটে সেনাবাহিনী ও বিজিবি”র যৌথ অভিযানে ৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৬ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসরাম নুরুলের নেতৃত্বে জেলার ১২টি উপজেলার তৃণমূলের হাজারো হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলটি গণ-মিছিলে লোকে লোকারন্য হয়ে উঠে।

আজ বুধবার সকালে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছনগর বক পয়েন্টে সমাবেশে মিলিত হয় ।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,রেজাউল হক,এড. শেরেনুর আলী প্রমুখ।

বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ