শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল স্বৈরশাষক পালানোর একবছর হয়েছে, “আর সময় নেয়া যাবেনা” দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে——- কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতকে গন অধিকার পরিষদের পরিচিতি সভা ও জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  ছাতকে জামায়াতের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল, সমাবেশ অনুষ্ঠিত ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত ছাতকের কহল্লার পল্লী চিকিৎসকের আত্মহত্যা সিলেটে গণঅধিকার পরিষদের ছাত্র-জনতার গণজাগরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র বিবৃতি বাংলাদেশে ‘আয়নাঘর’ কালচার আর দেখতে চাই না—— অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম। উপজেলা প্রকৌশলী র‌ফিকুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আস‌নের প্রাথী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিস’র সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, এনসিপি নেতা এহসানুল মাহবুব জুবায়ের, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

এ-সময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সেলিম মাহবুব, আরিফুর রহমান মানিক, সুজন তালুকদার, তানভীর আহমদ জাকির, মাওলানা আব্দুল কাদির, ছাতক নৌ পুলিশের এসআই অপু, পৌর সভার কর আদায়কারি জামাল উদ্দিন, সাদেক আহমেদ।

সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা ব‌লেন, জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং এর পটভূমি তুলে ধরা হয়। এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।

ছাত্র জনতার বিজয় ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আগামী প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।


এই ক্যাটাগরির আরো সংবাদ