সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
“আমার চোখে জুলাই বিপ্লব মানে বৈষম্যহীন সমাজ, অবহেলিত জনগোষ্ঠীর টেকসই পরিবর্তন ও জনতগণের নব পূর্ণজাগরণ”—বলেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন-জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে ধারা সৃষ্টি তা থেকে এই হাওর অঞ্চলের অবহেলিত জনপদ মধ্যনগর উপজেলা পিছিয়ে তাকবে না, শিক্ষায় ও যোগাযোগে অচিরেই দৃশ্যমান হয়ে উঠবে এই অঞ্চল, তিনি জানান উপজেলার প্রসাশনিক ভবণের জন্য একনেকের সভায় অনুমোদন হয়েছে এবং এ্যাসিল্যান্ড অফিস দ্রুত সময়ে মধ্যনগরের কার্যক্রম শুরু করবে।
রবিবার সকালে মধ্যনগর বি পি স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে জেলা পরিষদ ও স্হানীয় সরকার আয়োজিত,”তারুণ্যের আইডিয়া গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে- “আমার চোখে জুলাই বিপ্লব” “শীর্ষ শিরোনামে মধ্যনগর বি পি স্কুল এন্ড কলেজ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সুনামগঞ্জ তাপস শীল, এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জনাবা আয়শা আক্তার, জেলা উপ সহকারী কমিশনার হাসিবুল হাসান, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনিবুর রহমান, ধর্মপাশা উপজেলার কৃষি অফিসার আসয়াদ বিন খলিল, শহীদ আয়াতুল্লাহ ইসলামের পিতা হাজী সিরাজুল ইসলাম, জুলাই যোদ্ধা অপি আহমদ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব’–এর শহীদের নামে গাছের ছাড়া রোপণ করেন জেলা প্রশাসক ও শহীদ আয়াতুল্লাহ’র পিতা, এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন চিত্রকর্ম, বিদ্যালয়ের পরিবেশ ও একাডেমিক ভবন পরিদর্শন করেন।