সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবিবার রাতে ছাতক শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরে মহানাম সেবক সংঘের সভাপতি হিরু কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দারের পরিচালনায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়’র সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুর’র সাধারণ সম্পাদক ড.নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন শ্রীমঙ্গল’র অধ্যক্ষ শ্রীমৎ বন্ধুপ্রীতম ব্রহ্মচারী ও শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া ছাতক’র অধ্যক্ষ শ্রী হিমাদ্রি গোস্বামী মহর, ছাতক শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভর্ট্টাচার্য। ধর্মীয় আলোচনা সভার শুরুতে ভক্তি মূলক সংগীত ও নৃতকলির শিল্পীদের নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৯ টায় শুভ অধিবাস কীর্ত্তনের মধ্যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনায় মোহন্ত সম্প্রদায় ফরিদপুর। আলোচনা সভা শেষে নৃত্যকলির শিল্পীদের হাতে স্মারক তুলে দেন ও ৪ জন ভক্তি মূলক সংগীত শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। সোমবার ও মঙ্গলবার কৃীর্ত্তন পরিবেশন করবেন কুলেশ্বরী সম্প্রদায়, নেত্রকোনা। বিশ্ববন্ধু সম্প্রদায়, ফরিদপুর। গোপীবন্ধু সম্প্রদায়, ফরিদপুর। মহানাম সম্প্রদায়, ফরিদপুর। এ অনুষ্ঠান কে সফল করার জন্য ভক্ত বৃন্দ কে আমন্ত্রণ জানিয়েছেন ছাতক মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার।