সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। জুয়া আইনের ৩ ও ৪ ধারায় ছাতক থানার মামলা নং২৪ (০৬) ২৫ এর পলাতক আসামী জুবেল মিয়া ওরফে রুবেল মিয়াকে গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে।
সে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-চাকল পাড়া গ্রামের মস্তক আলীর ছেলে।থানার এসআই মোফাখারুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।