সেলিম মাহবুব,ছাতকঃ
তীব্র আলোচনা-সমালোচনার মুখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে জিল্লুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।
বিএনপির কমিটিতে স্থান পাওয়া আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বড় ভাই তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২ টার দিকে তাহিরপুর উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব মিয়া এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি সংশোধিত।’
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদ পাওয়া জিল্লুর রহমানকে নিয়ে শত শত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।