সেলিম মাহবুব,ছাতকঃ
শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী পূর্বপাড়া গ্রামের মোঃ জলিল মিয়ার ছেলে গ্রীস প্রবাসী মোঃ রাজা হোসেন গ্রীসে নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার গ্রীসের ভারদা- কাপেলাতো এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার গ্রীসে মোঃ রাজা হোসেন নিখোঁজ হন। দেশের বিভিন্ন স্থানে সহকর্মীরা খোজাখুজি করে তার কোনো সন্ধান পান নি। শুক্রবার দেশের বাড়িতে সহকর্মীদের মাধ্যমে খবর এসেছে গ্রীসের একটি জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ শিপন মিয়া সহ মোঃ রাজা হোসেনের স্বজনরা।