শিরোনাম
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম অফিসার অব দ্য মান্থ” নির্বাচিত হয়েছেন বড়লেখায় ডুবাই রোড নামক স্থানে ‘আরিয়ান ক্যাফে এন্ড পার্টি সেন্টার’ এর শুভ উদ্বোধন তাহিরপুরের ৭ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা, এক পক্ষ মসজিদে অবরুদ্ধ কুমিল্লা মুরাদনগর গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার” ছাতকে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নববধুর লাশ উদ্ধার “স্বামী আটক” দক্ষিণ সুরমা ঊপজেলাকে মাদকমুক্ত করতে চান ইউএনও উর্মি রায় আমরা বিপ্লব ও গণঅভ্যূথানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম—-নাহিদ ইসলাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ সিলেটে আবাসিক হোটেল থেকে অ নৈ তি ক কর্ম কা ন্ডে দুই নারী সহ চার যুবক আ ট ক
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

ভারতে পালিয়ে যাবার সময় মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ভারতে পালিয়ে যাবার সময় মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেফতার করেছে।

আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬ টা মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬ টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ পথে ভারতে যেতে পারেন।

সে মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ