স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিলেট সিটি প্রেসক্লাব।
এক প্রেসবিজ্ঞপ্তিতে সিটি প্রেসককলাবের সভাপতি বাবর হোসেন , ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
তিনি আরো বলেন ‘নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিটি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্য। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি দোয়া ও সমবেদনা রইল। মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।
এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’