শিরোনাম
নোয়াখালীতে বন্যায় ২৪০ কোটি টাকার ক্ষতি সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে-জহির উদ্দিন বাবর  ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সিলেটে প্রতীকী ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বড়কান্দিতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ও চাঁদা দাবীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ”    ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হলেন মকসুদ ও একরাম ধর্মপাশায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে পুড়েছে কাঠ মিস্ত্রির বসতঘর মেয়াদোত্তীর্ণ গাড়ি চলবে না সিলেটে অভিযান শুরু রোববার নং পশ্চিম জাফলং ইউনিয়নে বালুর গাড়ি প্রতি ২০০/৫০০ , টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে! মধ্যনগরে পিপঁড়াকান্দা নামক স্থানে নৌকাডুবিতে এক নারী যাত্রী নিহত
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

মধ্যনগরে পিপঁড়াকান্দা নামক স্থানে নৌকাডুবিতে এক নারী যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার / ৪৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে এক নারী নিহত । নিহতের নাম মোছাঃ শামছুন্নাহার বেগম(৭০)। তিনি পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃতু আজিজ মিয়ার সহধর্মিনী।

শুক্রবার সকার ১১টায় শদ্যনগর উপজেলার পিপঁড়াকান্দা অটোস্যান্ড সংলগ্ন ব্রীজের নীচে নৌকায় ২৫ জন যাত্রীর উঠার পর নড়াচড়া করার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তেির উঠতে সক্ষম হলে ও শামছুন্নাহার বেগম পানির নীচে তলিয়ে যান। পরে লোকজন ঘটনাস্থলে এসে ঐ বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত এই নারী তার পরিবারের ৫জন আত্মীয় স্ব নিে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বাসার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সরস্বতীপুর গ্রাম থেকে একটি যাত্রীবাহি ইজ্ঞিন চালিত ট্রলারে ২৫/৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মধ্যনগর উপজেলার কাছাকাছি আসার পর পিপঁড়াকান্দা ব্রীজরে নীচে আসার পর প্রবল ¯্রাতের ট্রানে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিসহ অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাসছুন্নাহার পানিতে তরিযে যান। তরে স্থানীয় লোকজনের চেষ্টায় তার লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মণিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত করার পর লাশ হস্তান্তর করা হবে নিহতের স্বজনদের নিকট কবে যানবাহনে চলাচলে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ