শিরোনাম
নোয়াখালীতে বন্যায় ২৪০ কোটি টাকার ক্ষতি সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে-জহির উদ্দিন বাবর  ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সিলেটে প্রতীকী ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বড়কান্দিতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ও চাঁদা দাবীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ”    ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হলেন মকসুদ ও একরাম ধর্মপাশায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে পুড়েছে কাঠ মিস্ত্রির বসতঘর মেয়াদোত্তীর্ণ গাড়ি চলবে না সিলেটে অভিযান শুরু রোববার নং পশ্চিম জাফলং ইউনিয়নে বালুর গাড়ি প্রতি ২০০/৫০০ , টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে! মধ্যনগরে পিপঁড়াকান্দা নামক স্থানে নৌকাডুবিতে এক নারী যাত্রী নিহত
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

ধর্মপাশায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে পুড়েছে কাঠ মিস্ত্রির বসতঘর

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় দক্ষিণপাড়া গ্রামে নিশি কান্ত দাস (৫০) নামের এক কাঠমিস্ত্রির বসতঘরটি আগুনে পুড়ে গেছে। আগুনে বসতঘরের ভেতরে থাকা ,ধান, চাল,সহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে বসতঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ওই কাঠমিস্ত্রী কান্নাজড়িত কন্ঠো বলেন, আগুনে আমার সব পুইড়া শেষ অইয়া গেছে। পড়নের কাপড়চোপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। অহন আমরা থাকবাম কই,খাইয়াম কিতা।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন,আগুনে ওই ব্যক্তির বসতঘরের সবকিছু পুড়ে তছনছ হয়ে গেছে। এ ছাড়া আরও দুটি বসতঘর আংশিক পুড়লেও তেমন কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, বলেন অগ্নিকাণ্ডের খবরটি পেয়েছি,ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ